চুয়াডাংগা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোঃ শামিম আক্তার (৩৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  আসামি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মাঝপাড়ার মোঃ কাউছার আলীর ছেলে। মঙ্গলবার (২রা মার্চ) রাত সাড়ে ৮টার সময় দর্শনার মাষ্টারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করে। অভিযানকালে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের মাষ্টারপাড়ার মোটরসাইকেল স্পেয়ার স্পার্স পাইকারী ও খুচরা বিক্রয় কেন্দ্রের বিপরীত পাশে মিম জিম ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে শামিম আক্তার নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির দখল হতে উদ্ধার করা হয় ৫০ বোতল ফেন্সিডিল।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিপিসি-২, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।