চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার নবনির্বাচিত পরিষদকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার সময় দর্শনা পৌরসভার কার্যালয়ে,  দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ আলী আজগার টগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জনাব মাহফুজুর রহমান মন্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু,এছাড়া আরও উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল সহ আওয়ামী লীগ ও যুবলীগ  নেতৃবৃন্দ ও স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গ।