নিজস্ব প্রতিবেদকঃ দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চুন্দারপুর এলাকার একটি ছাদবাগানে গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ, গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল চুন্দারপুর গ্রামে আবদুল মান্নানের ছেলে জাফর ইমামের বাড়িতে অভিযান চালায় পুলিশ,তার মুরগীর খামার থেকে ১ কেজি গাঁজা ও বসতবাড়ীর দোতলা বিল্ডিং এর ছাঁদের উপরে বিভিন্ন টব থেকে ১শ ৯০টি গাঁজা গাছের চারা উদ্ধার করা হয়,এই সব গাঁজাগাছ কয়েক হাত লম্বা ছিল, এসময় অবৈধভাবে গাঁজার চারা রোপণের অভিযোগে আবদুল মান্নানের ছেলে মোঃ জাফর ইমাম ঝন্টু( ৪৩) কে গ্রেফতার করা হয়,ওই বাসার ছাদে গাঁজাগাছ লাগিয়ে বিক্রি করা হতো বলে পুলিশ জানতে পেরে অভিযান চালায়। দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়।
এসময় গাঁজা চাষি জাফর ইমাম ঝন্টুকে আটক করে তার ঘরের ছাদে লাগানো গাঁজা গাছের চারা উদ্ধার করা হয়, তিনি আরো জানান, এ ঘটনায় ঝন্টুর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে, তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।