ফেনী সদর প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী দেলোয়ার হোসেন (৬৮) এর প্রথম জানাযা রাজধানীর নয়া বাজারে সোমবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।জানাযা শেষে রাতে তার মরদেহ নিয়ে দাগনভূঞায় তার গ্রামের বাড়ীর পথে রয়েছেন তার স্বজনরা। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আতাতুর্ক সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে, বেলা ১১টায় বাড়ির সামনে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার ছোট ভাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন দৈনিক জাতির বার্তাকে জানান, দুপুর ১টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন, দেলোয়ার হোসেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পেপারর্স মার্সেন্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।