দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে গ্রীষ্মকালীন মৌসুমি ফল তরমুজ প্রচুর পরিমাণ বাজারে আসলেও দামে সাধারনের নাগালের বাহিরে। গতকাল মৌসুমি ঝড় বৃষ্টি এবং আবহাওয়া এখনও ঠান্ড হওয়ার কারণে বিক্রি হচ্ছে কম। প্রতি কেজি তরমুজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম বেশি হলেও অনেকে ঠাকুর-দেবতার প্রসাদে ব্যবহার করছেন তরমুজ। জেলা শহর ও আশেপাশের এলাকাগুলোতে তরমুজ পাওয়া যাচ্ছে।

ফলের অন্যান্য ফলের পাশাপাশি মৌসুমি ফল তরমুজ উঠতে শুরু করেছে। ফল ব্যবসায়ীরা জানায়,বর্তমানে বাজারে পতেঙ্গা, কুয়াকাটা বরিশালসহ বিভিন্ন জেলার মোকাম থেকে কালো ও বাংলা লিংক জাতের এই তরমুজ কিনতে হচ্ছে।