দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বীরগঞ্জে মঙ্গলবার সকালে ক্ষেতের আলু কুড়তে গিয়ে ট্রাক্টর চাপায় কিবরিয়া (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত হয়েছে। উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র প্রামানিকপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে কিবরিয়া (৭) ওই সময় আলু ক্ষেতে আলু কুড়াতে যায়। হাল চাষের সময় চালকের অলক্ষে হেরো ব্যাক গিয়ার দিলে গাড়ির নীচে শিশু কিবরিয়া চাপা পরে ঘটনা স্থলেই মারা যায়। পুলিশ সরেজমিনে গিয়ে সুরতহাল লিপিবদ্ধ করে। পরিবার ও পাড়া প্রতিবেশী কারো কোন অভিযোগ না থাকায় পুলিশ দাফন-কাফনের জন্য পরিবারের কাছে শিশুর লাশ প্রদান করে। ঘটনার পর চালক নারায়ন সেখান থেকে সরে পড়লে পুলিশ হাল চাষের ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা হয়নি ।