দিনাজপুর জেলার বিরামপুরে ইয়াবা ও গাঁজাসহ ফরিদুল ইসলাম (৪০) নামক এক যুবককে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রামের মৃত্যু আব্দুল জব্বারের ছেলে। বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, উপজেলার বিনাইল ইউপি’র কুন্দন গ্রামের ফরিদুল ইসলাম তার নিজ বাড়ীতে মাদকদ্রব্য রেখে ব্যবসা করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সঙ্গীয় ফোর্সসহ ফরিদুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার পৃর্বক ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।