দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শীধলগ্রামের সাহাদুল ইসলামের ছেলের সাথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা এলাকার শহিদুল ইসলামের মেয়ে আদুরী বেগমের সাথে প্রায় ৪ বছর আগে বিয়ে হয়। এমতাবস্থায় সোমবার (১৫ মার্চ) ভোরে রাতে পারিবারিক কলহের জেরে গৃহবধূ আদুরী বেগম (২১) কে মারপিটে হত্যা করে লাশ ফাস দিয়ে ঝুলিয়ে রেখে স্বামী আতিয়ার রহমান (২৪) পালানোর চেষ্টা করলে পাশ্ববর্তী একজন ঘটনা দেখে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তার স্বামী ও শ্বশুর- শ্বাশুড়িকে আটক করে। আটককৃতরা হলেন, গৃহবধূর স্বামী আতিয়ার রহমান (২৪), শ্বশুর- শ্বাশুড়ি উপজেলার শীধলগ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে সাহাদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী শাপলা বেগম (৪৮)। গৃহবধূর পিতা শহিদুল ইসলাম জানান, শ্বশুর বাড়ীর লোকজন সহ আতিয়ার রহমান তার মেয়েকে নির্যাতন ও যৌতুক দাবি করতো। কিন্তু সংসার টিকে রাখার জন্য এতদিন কোনো প্রতিবাদ করতে পারিনি। ঘটনার বিষয় নিশ্চিত করে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বলেন, ভোর রাতে গৃহবধূর লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর- শ্বাশুড়িসহ গৃহবধূর স্বামীকে আটক কর হয়।