দিনাজপুর প্রতিনিধিঃ গত শুক্রবার (১২ মার্চ) ভোরে ৪ জন ছিনতাইকারি যাত্রীবেসে ঘোড়াঘাটে আসার কথা বলে ঢাকা থেকে নাম্বার বিহীন একটি প্রাইভেট কার ভাড়া করে।

প্রাইভেট কারটি উপজেলার রামেশ্বাপুর এলাকার আব্দুল্লাহ পাড়ার পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে পৌছালে ছিনতাইকারিরা গাড়িটি থামাতে বলে চালককে আক্রমণ করে ঘারে, পিঠে, পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে দিয়ে প্রাইভেট কারটি নিয়ে পালিয়ে যায়। আহত চালক, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাহেব আলীর ছেলে লুৎফর রহমান (৩৫)