লালমনিরহাট প্রতিনিধি –
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বড় কমলাবাড়ী(০৮) গ্রামের মরহুম সুরুজ মেম্বার এর বাড়ির পাশে নদীর উপর বাঁশের সাঁকোর চিত্র এটা। দীর্ঘদিন থেকে এলাকাবাসীর ব্রীজ নির্মান এর দাবি থাকলেও তা পূরণ করতে পারছেন না স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে নানা প্রতিশ্রুতি দিয়ে থাকলেও তা রাখছেন না জনপ্রতিনিধিরা । ব্রীজ না হওয়ায় দুই পারের মানুষ কষ্ট করেই জীবনযাপন করছেন। এলাকাবাসীর কষ্ট করে পানি দিয়ে ভিজে নদী পারাপার হতে হয়।পূর্বে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়ার সময় পরে গিয়ে অনেকেই দূর্ঘটনার স্বীকার হয়। এই সাঁকো দিয়ে দৈনিক শত শত মানুষ বড় কমলাবাড়ী হতে খুব কম সময়ে নানা প্রয়োজনীয় কাজে আদিতমারী উপজেলায় আসতে পারে।কিন্তু ব্রীজ না থাকায় অনেক দূর ঘুরে আসতে হচ্ছে । শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদে যেতে হলে এপারের মানুষকে কষ্ট করেই নদী পার হয়ে যেতে হয়। এছাড়াও ওপারের শিক্ষার্থীদের ঝুকিপূর্ণ এই সাঁকো পার হয়ে কিসামত চরিতাবাড়ি উচ্চ বিদ্যালয়ে আসতে হয়। এই এলাকায় অনেক কাঁচামাল আবাদ করা হয়ে থাকে যেমন কাচামরিচ, আলু, বেগুন, শসা ইত্যাদি কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় কাঁচামালবাহী গাড়ি পারাপারে অনেক দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় জনগণের দাবি যেন, মাননীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী জনাব মোঃ নুরুজ্জামান আহমেদ বিষয়টি সুনজরে রাখেন।