নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর পৌরশহরের উপজেলা প্রশাসনিক চত্ত্বরে গত বৃহস্পতিবার (১১ মার্চ) গভীর রাতে একটি লজ্জাবতী বানর আটক করা হয়েছে। আজ শুক্রবা (১২ মার্চ) দুপুরে দূর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা বনবিভাগের সহায়তায় গোপালপুর পাহাড়ে এটি অবমুক্ত করা হয়।
এ নিয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্থানীয় দি টাইল্ড প্রিপারেটরী স্কুলের শিক্ষক মো. সাইফুল ইসলাম আমাকে মুঠোফোনে অবহিত করেন, উপজেলা প্রশাসনিক চত্ত্বরে একটি লজ্জাবতী বানর পাওয়া গেছে, আমি সেখানে গিয়ে তাৎক্ষনিক ঐ প্রানিটি উদ্ধার করে স্থানয়ীদের সহায়তায় খাঁচায় পুষে রাখী। বানরটির উচ্চতা প্রায় এক ফুট ও লম্বায় দেড় ফুট। সকালে প্রশাসনিক ভাবে কর্মকর্তাদের অবহিত করে বানরটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে বনে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে।এ সময় সহকারী কমিশনার(ভুমি)রুয়েল সাংমা,শিক্ষক মো. সাইফুল ইসলাম, বন বিভাগ প্রতিনিধি সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।