ফেনী সদর প্রতিনিধিঃ ফেনী পৌরসভাকে দূর্নীতিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, তার মতে, অতীতে কারা পৌরসভায় কী করেছেন তা আমি দেখবো না,এখন থেকে পৌরসভা হবে শতভাগ দূর্নীতিমুক্ত। কর্মকর্তা-কর্মচারীদের স্পষ্টভাবে বলে দিয়েছি কেউ যেন দূর্নীতিতে না জড়ায়। এর ব্যাত্যয় হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অনিয়ম সহ্য করা হবেনা।
দায়িত্ব গ্রহণের ১৪তম দিনে আজ সোমবার দুপুরে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মেয়র স্বপন মিয়াজী বলেন, বিদ্যুৎ বিল, রাজস্ব উন্নয়ন সহ বিভিন্ন বাবদ ৪৮ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে পরিষদের দায়িত্ব নিয়েছি। রাতারাতি কিছু করা যাবেনা। নাগরিক সুবিধা নিশ্চিত করতে সমস্যা সমাধানের জন্য সময় দিতে হবে। পর্যায়ক্রমে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত, পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা সহ সব সমস্যা সমাধান করা হবে। ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্বপ্নের ফেনী শহর গড়তে আপ্রাণ চেষ্টা করবো।