ভোলা প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনে ভোলার চরফ্যাশন পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারী।
এই নির্বাচনে দ্বিতীয়বারের মতো ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করছেন বর্তমান কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মঞ্জু।
> তিনি আজ মঙ্গলবার দুপুর ১২ টায় চরফ্যাশন নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিলের সময় তার সাথে ৯ নং ওয়ার্ডের প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সকাল দশটায় ৯ নং ওয়ার্ডের করিম মুন্সি জামে মসজিদ দোয়া অনুষ্ঠান ও ভোলা ৪ আসনের( চরফ্যাশন- মনপুরার) সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। মিজানুর রহমান মঞ্জু বর্তমান চরফ্যাশন পৌরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও চরফ্যাশন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।