নিজস্ব প্রতিবেদকঃ ইতিমধ্যেই স্পুটনিক ভি নামক করোনা টিকার পরীক্ষা চালাচ্ছে রাশিয়া। যা এখনো সম্পূর্ণ হয় নি। এর মধ্যেই রাশিয়ার ভেক্টর স্ট্যাট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি এন্ড বায়োটেকনোলজি এর চেয়ে উন্নত মানের অারেকটি টিকা অাবিষ্কারের পথে বলে ঘোষণা দিয়েছে। যার নাম এপিভ্যাক করোনা। তারা দাবী করছে এটি প্রথম টিকা থেকে অধিক কার্যকরী। করোনা কালীন সময় থেকেই উন্নত রাষ্ট্রগুলো টিকা অাবিষ্কারের পাল্লা দিয়েছে। জাতিসংঘের তথ্য মতে প্রায় ১৭৬ টি দেশ টিকা অাবিষ্কার করেছে। এই প্রতিযোগীতায় সবচেয়ে এগিয়ে যুক্তরাজ্যের অ্যস্ট্রোজেনেক কম্পানীর সহযোগিতায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা করোনা টিকা।