বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী পাকিস্তান। বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্কের মাত্রা অনেক বড় করতে চায় দেশটি।এ বিষয়ে উভয় দেশের মধ্যে অালোচনাও চলছে। বাণিজ্যমন্ত্রী জানান যে, পাকিস্তানের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কোনো বাধা নেই। তবে, কিছু বাধা নিষেধ রয়েছে যা নির্মূলে উভয় রাষ্ট্র আগ্রহী।
পারস্পরিক অালোচনায় সরাসরি বিমান যোগাযোগ চালুর ব্যাপারেও কথা উঠে এসেছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন পর্যন্ত বিমানে কোনো সরাসরি যোগাযোগ নেই।যার কারণে যাত্রাপথ ব্যাপক দীর্ঘ হয়।পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশে তাদের ব্যবসায়ীদের যাতায়াতের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করার দাবী উঠেছে। তাদের দাবী, পাকিস্তানের ব্যবসায়ীদের বাংলাদেশের ভিসা পেতে ব্যাপক অসুবিধা হয়ে থাকে। এই প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশের কাছে অনুরোধ করেছে তারা।