বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দয়ারামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জন্মশত বার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার ১৭ মার্চ দয়ারামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলার শেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহাবুর ইসলাম মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব শাহাআলম সরকার আরো উপস্থিত ছিলেন ৯ টি ওযাড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দয়ারামপুর ইউনিয়ন ছাএলীগের সভাপতি।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী অঙ্গ সংগটনের নেতা কর্মীরা।