ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিমন্ত্রী ও ভারপ্রাপ্ত মেয়রের শ্রদ্ধা

ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
প্রতিমন্ত্রী ও ভারপ্রাপ্ত মেয়রের শ্রদ্ধা

মোঃ আব্দুল হামিদ,গাজীপুর প্রতিনিধিঃ
রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন। আজ বিকেলে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলর ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে ২৮ নভেম্বর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসাদুর রহমান কিরন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম কে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে আসাদুর রহমান কিরন সহ তিন জনকে প্যানেল মেয়র হিসেবে মনোনীত করা হয়।