ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ধামইরহাট পৌরসভার অন্তর্গত কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য খলিলুর রহমান হাফিজ (৭০) শনিবার ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় সম্মিলিত সাময়িক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)। মৃত্যুকালে তিনি ১স্ত্রী,১ছেলে,২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আসর প্রথমে প্রশাসন এবং পরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসা মাঠে তার জানাযার নামাজ শেষে কবরস্থানে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী,পৌর মেয়র আমিনুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মো.সোহেল রানা,পুলিশের উপপরিদর্শক নুরল ইসলাম,ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ মন্ডল,সাবেক কমান্ডার ফরমুদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা গেরিলা যোদ্ধা আফজাল হোসেন,জয়নাল আবেদীন,মোখলেছুর রহমান,সাংবাদিক হারুন আল রশীদ,আব্দুল্লাহ হেল বাকী,আলহাজ্ব তরিকুল ইসলামসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ গ্রহণ করেন।