মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা সয়েফ উদ্দিনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চকইলাম ও দৃর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়। জানা গেছে, উপজেলার উত্তর দৃর্গাপুর গ্রামের মৃত নসির উদ্দিনের ছেলে বীর মুক্তি যোদ্ধা সয়েফ উদ্দিন (৮৫) গত ১৩ মার্চ দিবাগত রাত ৮ টায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করন, ইন্নালিল্লাহ……রাজেউন। পরের দিন ১৪ মার্চ বাদ জহর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, উপজেলা বীর মুক্তিযোদা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুর রউফসহ ৮-১০ জন মুক্তি যোদ্ধা গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।