জানা গেছে, শমিবার ৮ মে পৌর সদরের চকযদু গ্রামের দেওয়ান মাসুদুর রহমান তার চাউল কল সংলগ্ন পুকুর পাড়ে অজ্ঞাত এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে পুকুর মালিককে বিষয়টি অবহিত করেন। পুকুল মালিক তাৎক্ষনিক ভাবে থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সেখান থেকে অজ্ঞাত মহিলার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেন। এলাকাবাসী সুত্রে জানা গেছে, অজ্ঞাত ওই বৃদ্ধা মহিলা উপজেলার বিভিন্ন স্থানে ঘুরা-ফেরা করতো এবং কেউ কিছু খাবার দিলে তা খেয়ে অথবা পরিত্যক্ত খাবার খেত। অজ্ঞাত ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল। নিজের ইচ্ছে মত কথা বলত কেউ কিছু জিজ্ঞেস করলে কর্ণপাত করত না। হটাৎ আজ তার মৃত্যু হয় এ পুকুর পাড়ে। এ মহিলার পরিচয় কেউ জানেনা বলে এলাকাবাসী জানান। উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার ওসি আবদুল মমিন ঘটনাস্থল পরিদর্শণকরেন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের পৌর সদরের দক্ষিণ চকযদু এলাকার পুকুর পাড়ে অজ্ঞাত নামা এক বৃদ্ধ মহিলার লাশ পাওয়া গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছেন।