মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকা প্রবাসী সাজ্জাদ হোসেন রাসেলের উদ্যোগে ও মালাহার গ্রামবাসীর সহযোগিতায় বিশাল ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বিকেল ৩ টায় মালাহার মাঠে কাউন্সিলর একরামুল হকের সভাপতিত্বে প্রতিযোগিতায় ৮টি রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়। চোখের কাছে এক নজর ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে মাঠে হাজির হন হাজার হাজার দর্শক। খেলায় ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় দেশের আলোচিত একমাত্র নারী ঘোড় সওয়ার তাসমিনা। এছাড়াও অন্যান্য রাউন্ডে তাসমিনার ছোট বোন বছর বয়সী হালিমা ও পিচ্ছি ফরহাদ যৌথ ভাবে প্রথম হয়। সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী। এ সময় প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রবাসী সাজ্জাদ হোসেন রাসেল, কাউন্সিলর আমজাদ হোসেন, মাহবুব আলম বাপ্পী, নারী শাহানাজ বেগম, মিনু আরা, ঘোড়া সমিতির পরিচালক সামসুল আলম, ঘোড়া মালিক আলহাজ্ব আব্দুল মজিদ, ওবায়দুল হক, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।