ধামইরহাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালী ও দোয়ার মাহফিল?

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর জন্ম দিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পালন করেছেন নওগাঁর ধামইরহাটে। ২০ অক্টোবর সকাল ১০ টায় কাদেরীয়া মুখতারিয়া খানকা শরীফ থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি র‌্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কাদেরীয়া মুখতারিয়া খানকা শরীফে ফাতেহা শরীফ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মো. ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, খানকা শরীফের সদস্য ফজলে রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া শেষে খানকা শরীফের উপস্থিত মুসল্লিবৃন্দদের তাবারক বিতরণ করা হয়। আজ ১২ই রবিউল আওয়াল ২০ অক্টোবর হযরত মুহম্মদ (সাঃ) জন্ম ও মৃত্যুবরণ করেন।