মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে করোনা আক্রান্ত এক রোগি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ১ দিন পরেই মৃত্যু হয়েছে। এতে জনমনে চরম আতঙ্কের দেখা দিয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায়, উপজেলার শংকরপুর গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে ছাইফুদ্দিন (৭০) রোববার ৭ জুন দুপুরে জ্বর, সর্দি, কাশি ও উচ্চ রক্তচাপ নিয়ে ধামইরহাট হাসপাতালে ভর্তি হয়। এন্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ ফলাফল আসলে তাকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা করেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক । পরের দিন মঙ্গলবার ৮ জুন সকালে আক্রান্ত ব্যক্তি বাথরুমে গিয়ে পড়ে যায়। এ সময় তাকে বেডে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস মৃত্যু নিশ্চিত করে বলেন, করোনা পজিটিভ ছাইফুদ্দিনকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। এন্টিজেন পরিক্ষার মাধ্যমে রোগীর করোনা শনাক্ত হয়। তবে বাথরুমে পড়ে স্ট্রোকজনিত কারণেও তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে করোনা শনাক্তের জন্য আলাদা স্যাম্পল কালেকশন বুথ না থাকায় হতাশা প্রকাশ করেছেন করোনা পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা। তবে পর্যাপ্ত পিপি রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।