মাসুদ সরকার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের একটি পরিবারকে উচ্ছেদের পায়তারা সুষ্ঠু বিচার চেয়ে নির্যাতিত পরিবারের সাংবাদ সন্মেলন। উপজেলার ইসবপুর ইউনিয়নের আজমপুর গ্রামের শ্রী ধীরেন্দ্রনাথ শীল, শ্রী নরেন্দ্রনাথ শীল ও শহীদ শীল ৮ জুল বিকেল সাড়ে ৫ টায় ধামইরহাট প্রেস ক্লাবে উপস্থিত হয়ে একটি লিখিত বক্তব্যে জানান, আমরা ৩ ভাই আজমপুর গ্রামে বাব দাদার থেকে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘ দিন যাবত শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসিতেছি। সম্প্রতি মোঃ আঃ আলিম (৫২) পিতা মৃত দফির উদ্দিন, মোঃ মুকুল হোসেন(২৮), পিতা আঃ আলিম উভয় সাং আজমপুর, উপজেলা ধামইরহাট জেলা নওগাঁ পরস্পর যোগসাজসে এসে আমাদের বাড়ি হইতে উচ্ছেদ করিয়া দিয়ে তারা জায়গা দখলের পায়তারা করছেন। প্রায় সময় আমাদের ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দেন। তারই প্রেক্ষিতে গত ৮ জুন থানায় একটি অভিযোগ দায়ের করিলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনা স্থল ত্যাগ করলে বিবাদী গন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের হামলা করে প্রানে মেরে ফেলার হুমকি দামকি প্রদান করে বাড়ি ছাড়ার নির্দেশ দেন। বিবাদী গন সন্ত্রাসীমনা ও মাদক ব্যবসায়ী বটে। তাদের নামে পুলিশ র্যাব কর্তৃক একাধিক মাদক মামলা রয়েছে। যে কোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুবিচার প্রার্থনা করছি।