ধামইরহাটে দূর্নীতি অব্যবস্থাপনা ও দ্রব্য মুল্যের উর্দ্ধ গতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ দেশব্যাবী দ্রব্যমুল্যের উর্ধ্বগতি কারণে নওগাঁর ধামইরহাটে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা দলীয় অফিসে পৌর বিএনপির আহবায়ক মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফেরদৌস খান, সভাপতিত্ব করেন, পৌর বিএনপির আহবায়ক মো. নুরুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কেএমএস মুসাব্বির সাফি।
এছাড়াও উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছা. মাজেদা বেগম, পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. বেলী খাতুনসহ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন সরকারের অবব্যস্থপনার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতা সাধারণে বাহিরে চলে গেছে, সেই আলোকে কেন্দ্রের কর্মসূচীর অংশ হিসেবে আমরা এই বিক্ষোভ সমাবেশ ও আলোচনা অংশ গ্রহন করেছি ।