নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল বিকেল ৪ টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধামইরহাট উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে দোয়ার মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ৪৭ নওগাঁ-২ ও কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক এবং নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং ধামইরহাট-পত্নীতলা আসন থেকে ৩ বারের নির্বাচিত সামসুজ্জোহা খাঁন (জোহা)। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এম এ ওয়াদুদ, বিশেষ অতিথী সাবেক সভাপতি জাহানপুর ইউনিয়ন ও আহ্বায়ক কমিটির সদস্য কে এম নায়েক আলী, মো. ওয়াজেদ আলী দেওয়ান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সাবেক দপ্তর সম্পাদক সন্তোষ কুমার সাহা। মহিলা দলের সাবেক সভা নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাহিনা ইয়াসমিন, আহ্বায়ক উপজেলা যুব দল যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম (লিটন), যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম (চপল), সিনিয়র যুগ্ন আহ্বাবায়ক আনারুল ইসলাম, পৌর কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্র নেতা রুবেল হোসেন (রতন) প্রমুখ। আহ্বায়ক আড়ানগর ইউনিয়ন ও আহ্বায়ক কমিটির সদস্য শামিম কবির মিল্টনের সঞ্চালনায় বক্তাগণ দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদ ও শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আশু মুক্তি ও সুস্বাস্থ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কামনা করেন।

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ