ধামইরহাটে বিজয় দিবসে “জি আহম্মেদ ডেন্টাল কেয়ার” ১শ জনকে ফ্রি চিকিৎসা প্রদান
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রায় ১শত জনকে বিনামূল্যে দন্ত্য চিকিৎসাসহ প্রয়োজনীয় ঔষুধ প্রদান করেছেন। এতে দুস্থ অসহায় মানুষের পাশাপাশি সব শ্রেণীর মানুষ উপকৃত হয়েছেন। বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর দিনব্যাপী ধামইরহাট সদরস্থ পূর্ববাজার জি আহমেদ ডেন্টাল কেয়ারে এ ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে ধামইরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গছির উদ্দিন (জি আহমেদ) এর দৌহিত্র দন্ত্য চিকিৎসক ডা. মামুনুর আলম বাদশা ও তার সহধর্মীনী ডা. মোবাসশেরা সায়মা এ চিকিৎসা সেবা প্রদান করেন। মহান বিজয় দিবসে এসে সাধারণ মানুষদের মাঝে ফ্রি দন্ত্য চিকিৎসা প্রদান করায় এলাকার সুধিমহল সাধুবাদ প্রকাশ করেছেন।