ধামইরহাটে শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু ভাবে পালনে উপজেলা প্রশাসনের মত বিনিময়
নওগাঁর ধামইরহাটে সনাতন ধর্মালম্বীদের প্রধান শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু ভাবে পালনের লক্ষে উপজেলা প্রশাসন এক আলোচনা সভা করেছেন। রবিবার ৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হবে উপজেলার ৩২টি পুজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উৎসব। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক রামজনম রবিদাসসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।