মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধঃ নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অবসরে যাওয়া শিক্ষকদের নিয়ে বিদায় সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ নভেম্বর ওই কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এসময় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফরিদুজ্জামানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ কে এম রাকিবুল হুদা, কলেজের বর্তমান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে কলেজের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মেহের আফরোজ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলে রাব্বিকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

ধামইরহাটে সরকারি এম এম ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা