ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ঈদের আনন্দ উপভোগ করার লক্ষে উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করা হযেছে। ১২ মে বুধবার  সকাল ১০ টায় উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রাণের হাসি’র উদ্যোগে ১২০ জন অসহায় শিশুদের মাঝে ঈদের নতুন জামা কাপড় বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মোঃ আলী হোসেন, প্রাণের হাসি সংগঠনের সভাপতি মাসরুফা মিম, সাধারণ সম্পাদক কাউন্সিলর মেহেদী হাসান, সহ-সভাপতি আবু সাইদ,সংগঠনের অন্যতম সদস্য মাস্তুরা মৌনী, খাদিজা আকতার,আব্দুস সাত্তার, নাজিউর রহমান, আবু ওবায়দা,নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক ও ধামইরহাট পৌর কাউন্সিলর মেহেদী হাসান বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- মানবতার এই মন্ত্রে দীক্ষিত হয়ে ‘ প্রাণের হাসি সংগঠনের সদস্যরা অসহায় ও সুবিধা বঞ্চিত দরিদ্র শিশুদের পাশে দাঁড়িয়েছে। ’

উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল বলেন, প্রাণের হাসি সংগঠনের সদস্যরা প্রমাণ করেছে তার মানবতার কল্যাণে অগ্রপথিক এবং প্রশংসার অধিকারী।