ধামইরহাটে ১৫১ বোতল ফেন্সিডিলসহ পিতা পুত্র র‍্যাবের হাতে আটক
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর ধামইরহাটে ১৫১ বোতল ফেনসিডিলসহ পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব-৫।
বুধবার ২১ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার চকরহমতপুর এলাকায় অভিযান চালিয়ে পিতা ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে।
আটক কৃতরা হলেন, উপজেলার চকরহমতপুর মো. সফিকুল ইসলাম (৫০) এবং তার পুত্র  মো. সবুজ হোসেন (৩২)।
জয়পুরহাট র‌্যাব-৫ সুত্রে জানা  , ক্যাম্পের একটি অভিযানিক দল কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে ঘটনার দিন রাতে উপজেলার চকরহমতপুর এলাকায় অভিযানের সময় ১৫১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।