ধামইরহাটে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনি ও পুরুস্কার বিতরন

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ২দিন ব্যাপী এ মেলায় উপজেলা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণে বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করা হয়।

১২ ডিসেম্বর বিকেল ৪ টায় মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ শেষে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, বিশিষ্ট বিসিআইসি স্যার ডিল্যার আলহাজ্ব কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।