ধামইরহাট উপজেলা আ'লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার ২১ অক্টোবর বেলা ১২ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। পরে ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ মাঠে সুসজ্জিত প্যান্ডেলে সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এম পি বীর মুক্তি যোদ্ধা আব্দুল মালেক।
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এম পি ভার্চুয়ালে প্রধান অতিথী হিসেবে যুক্ত ছিলেন।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলহাজ্ব দেলদার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
আমন্ত্রিত বক্তা নওগাঁ-৫ আসনের এম.পি, ব্যারিষ্টার নিজামুদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাবেক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলী, বিএমডিএর চেয়ারম্যান আকতার জাহান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা উপস্থিত ছিলেন।
সম্মেলনের ২য় অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট কমিটির মতামতের ভিত্তিতে পুনরায় দেলদার হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মো. শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করা হয়।