নিজস্ব প্রতিবেদকঃ  ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকার দেশটির কৃষকদের জন্য নতুন কৃষি বিল তৈরি করে। যার প্রতিবাদে অাইনসভা থেকে তীব্র প্রতিবাদ শুরু হয়। তা চলমান রয়েছে এখন পর্যন্ত। ভারত সরকার যদিও বারবার জনগণকে অাশ্বাস দিচ্ছে তাদের কল্যাণের দিকে ধাবিত করা হয়েছে বলে। কিন্তু ভারতের সাধারণ জনগণ বিশেষ করে কৃষি নির্ভর জনগণ তা তিল পরিমাণ বিশ্বাস করতে নারাজ। তারা মনে করছেন এই নতুন অাইনের অাওতায় কৃষককে দাসে পরিণত করা হয়েছে এবং সমগ্র ভারতের কৃষকদের প্রতি অবিচার করা হয়েছে। ভারতের পাঞ্জাব,  হারিয়ানা,  মুম্বাই,  পশ্চিমবঙ্গ প্রায় সর্বত্র ব্যাপক অাকারে ছড়িয়ে পরেছে এই প্রতিবাদ। কোথাও কোথাও অনশন করছেন অান্দোলনকারীরা। এই ইস্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে  অবিজেপি দলগুলো। ভারত বর্তমানে অান্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় দিক দিয়েই ব্যাপক বিরোধিতার মুখোমুখি হয়েছে। অান্তর্জাতিক মহলে যেমন প্রতিবেশী নিকট রাষ্ট্রগুলো চীন, পাকিস্তান,  নেপালকে মেকাবিলা করতে হচ্ছে,  ঠিক তেমনি অভ্যন্তরীণভাবে জনগণের দ্বারাও বিভিন্ন ইস্যুতে প্রতিবাদের মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতি স্থিতিশীল করাই হয়ে উঠেছে সেদেশের সরকারের বড় চ্যালেন্জ।।