নিজস্ব প্রতিবেদকঃ করোনা কালীন সময়ের ইউএস ওপেন হয়ে উঠলোও ব্যতিক্রম। শীর্ষ বাছাইদের করোনার প্রাদুর্ভাবে নিজেদের নাম প্রত্যাহার এবং মাঝামাঝি সময়ে এসে নোভাক জোকোভিচ সাইড রেফারিকে অাঘাত করায় এই অাসর থেকে বরখাস্ত হলে এবং একসময়ের চির অজেয় সেরেনা উইলিয়ামস বাদ পরায় নারী এবং পুরুষ উভয় এককেই ফাইনালে পাওয়া যাচ্ছে নতুন মুখ। যদিও মেয়েদের এককে ফাইনালে ওঠা নাওমি অজাকি এবং ভেক্টরিয়া অাজারেঙ্কার মধ্যে তরুণ জাপানি নাওমি এর অাগে একবার চ্যম্পিয়ন হয়েছেন। তারপর, এবারের অাসর ফাইনালের মঞ্চে থাকবে তরুণ তুর্কী সব নতুন মুখ। যারা মাতিয়ে রাখবে ভবিষ্যতে বহু বছর টেনিসের সকল মঞ্চ।।