ভোলা প্রতিনিধি- বরিশালের কীর্তনখোলা নদীতে স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন লালমোহনের পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের।
তিনি ভোলা জেলার লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের সভাপতি।
২৩ আগষ্ট রবিবার সন্ধায় কীর্তনখোলা নদীর তীরে বোটঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
খোজ নিয়ে জানা যায়, ঐদিন সন্ধ্যায় জরুরী প্রয়োজনে পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের ভোলার বেদুরীয়া ঘাট থেকে স্পিড বোটে বরিশাল যাচ্ছিলেন।
পথে কীর্তনখোলা নদী সংলগ্ন বোটঘাট এলাকায় পৌছালে নদীতে চলমান ট্রলারের সাথে সংঘর্ষ ঘটলে তিনি গুরুতর আহত হন।এতে তিনি কোমর ও হাতে প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। পরে তার সাথে থাকা সফর সংঙ্গীরা তাকে দ্রুত বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে নিয় যান।বর্তমানে তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পরলে তার অনুসারী এবং দলীয় নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে তার জন্য দোয়ার আবেদন করেন,