বিশেষ প্রতিনিধিঃ উপমহাদেশের শতবর্ষের প্রাচীনতম ইসলামিক রাজনৈতিক প্লাটফর্ম, আকাবির ও আসলাফের রেখে যাওয়া আমানত, হক্ব ও হক্কানিয়্যতের পতাকাবাহী, দেশের বিশ দলীয় ঐক্য জোটের অন্যতম সংগঠন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহযোগী ছাত্র সংগঠন, ” ছাত্র জমিয়ত বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে স্বাধীনতা সংগ্রামে উলামায়ে কেরামোর অবদান এবং নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বাদে আছর হতে হাটহাজারী মাদরাসা সংলগ্ন আল হাবিব ট্রাভেলসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান ।
হাফিজ মুফিজুর রহমানের কুরআনে কারীমের তেলাওয়াত ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওঃ ফোরকান আলী। প্রধান অথিতির আলোচনা পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, হাটহাজারী উপজেলার জনন্দিত সাবেক সফল ভাইস চেয়ারম্যান মাওঃ নাছির উদ্দিন মুনির সাহেব। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য মাওঃ জাফর আহমদ সাহেব, আলোচনা করেন জমিয়ত নেতা মাওঃ হাবিবুল্লাহ আজাদি সাহেব হাটহাজারী জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ এমরান সিকদার সাহেব।
এছাড়াও বক্তব্য রাখেন হাটহাজারী ছাত্র জমিয়ত ক্যাম্পাস শাখার সভাপতি মাওঃ শেখ আব্দুল্লাহ উসামা, সাধারণ সম্পাদক মাওঃ সুহাইল আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক নাঈমুল হাসান সহ হাটহাজারী উপজেলা ও স্থানীয় এবং ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।
সবশেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। এর পর সদ্যপ্রয়াত দেশের শীর্ষ আলেমগণের উচ্চ মাকাম কামনায় ও জীবিত আকাবিরদের নেক হায়াত এবং দেশ জাতি মিল্লাতের কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।