লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া  শিক্ষার্থীদের নিয়ে নব গঠিত পি ইউ এস এ এ (PUSAA) নামক সামাজিক সংগঠনটির প্রতিষ্ঠাতা কমিটি প্রকাশ করেছে আজ।  যার পুর্নরুপ হচ্ছে  Public University students Association of Aditmari.সংগঠনটির প্রতিষ্ঠাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  আহসানুল ইসলাম সম্রাট কে সভাপতি এবং  জুয়েল তাইফ (ঢাবি) কে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ। করোনাকালীন সময়ে যখন সব কিছু স্থবির তখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা বাসায় বসে নিজ এলাকায় নিজের সচেতনতা বৃদ্ধিসহ এলাকার মানুষের মাঝে সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন ভাবে কাজ করে চলছে। তারে ধারাবাহিকতায় আদিতমারী উপজেলার সকল পাবলিক  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা “মানবতা ছড়িয়ে ভালোবাসা অর্জন ” স্লোগানে  সংগঠনটির পদযাত্রা করে।
গত ৯ মাস কমিটি বিহীন সংগঠনটি বিভিন্ন প্রোগ্রাম যেমন করোনায় সচেতনা বৃদ্ধি, নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধ মানববন্ধন,লালমনিরহাট মুক্ত দিবস ও মহান বিজয় দিবস পালন করে।এসব কার্যক্রম এলাকার শিক্ষিত মহলে আলোরন সৃষ্টি করে, যার ফলশ্রুতিতে আরো সুন্দর ও গোছালো প্রোগ্রাম করে এলাকার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পূর্নাঙ্গ রুপে সংগঠনটি দাড়ানোর জন্য কমিটি অনুমোদন ঘোষণা করেন ড. আসাদুজ্জামান বাদশা (অধ্যাপক দর্শন বিভাগ রাবি), ড.শুভ্রা চৌধুরী(সহযোগী অধ্যাপক লোক প্রশাসন বিভাগ রাবি) জাকিয়া জান্নাত চৌধুরী( প্রভাষক সি.এস. ই রাবি) তপন কুমার বর্মণ,  ইঞ্জিনিয়ার মো.দেলোয়ার হোসেন (অবসর প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎউন্নয়ন বোর্ড)   অধ্যক্ষ আজিজার রহমান (আদিতমারী সরকারি কলেজ) এবং বাকী উপদেষ্ঠামন্ডলীর সদস্যগণ তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের অবস্থানরত থাকায় তারা এই কমিটিতে মুঠোফোনে  সহমত প্রকাশ করেছেন।
নবনিযুক্ত সভাপতি মোঃ আহসানুল ইসলাম সম্রাট জানিয়েছেন ” আমরা এই সংগঠনের মাধ্যমে স্বপ্নের আদিতমারী বিনির্মানের কারিগর হতে চাই। স্বদেশপ্রেম কে জাগ্রত করে আদিতমারী তথা দেশের জন্য কাজ করে যেতে চাই। আশা রাখি অশিক্ষা গোঁড়ামি ও দারিদ্র্য দূরীকরণে মুখ্য ভুমিকা পালন করবে আমাদের সংগঠনটি। এছাড়াও একই এলাকার দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সদস্যদের মাধ্যমে একটা সুন্দর যোগাযোগ  গড়ে উঠবে এই সংগঠনের মাধ্যমে যা আমাদের আদিতমারীকে এগিয়ে রাখতে অগ্রনী ভুমিকা পালন করবে।  পরিশেষে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।