লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে উপ-নির্বাচনে নুর উদ্দিন চৌধুরী নয়ন দলীয় মনোনয়ন পেয়েছেন। এডভোকেট নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শনিবার (১৩ মার্চ) গণভবনে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড নয়নকে নৌকা প্রতীক দেওয়ার সিদ্ধান্ত দেয়।
এদিকে নয়নকে দলীয় প্রার্থী মনোনীত করার খবরে সন্ধ্যার পর রায়পুর শহরে রায়পুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে নেতাকর্মীরা এতে অংশ নেন রায়পুর উপজেলা ছাত্র লীগের সভাপতি কাউছার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রিজভী, কলেজ ছাত্র লীগের আহবায়ক মো: শরিফ হোসেন সহ অনেকই। এই চাড়াও বিভিন্ন স্থানে মিছিল করেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, এ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ও জেলা কমিটির সভাপতি গোলাম ফারুক পিংকুসহ ১৯ জন দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন।
সূত্র জানায়, সাজাপ্রাপ্ত পাপুলের অনুপস্থিতে শূন্য হওয়া এ আসনে ১১ এপ্রিল ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। এ আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ মার্চ, বাছাই ১৯ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের পদ বাতিল করা হয়। ওই আসন শূন্য ঘোষণা করে গত ২২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।