নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় হাতিম গ্রুপে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসীরা জানায় বুধবার রাত ৮ টার দিকে ( ১৯ আগস্ট) এ ঘটনা ঘটে । আগুন নেভানোর জন্য নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে । আগুন নিয়ন্ত্রণের বাইরে থাকায় ফায়ার সার্ভিসের অন্যান্য দল এসেছে। স্থানীয় লোকজন জানায় ৪০ মিনিট ধরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস । তবে আগুনের সূত্র কোথা থেকে হয়েছে তা এখন পর্যন্ত জানা যায় নি৷ তবে হাতিম গ্রুপের অফিসারদের ধারণা ইলেক্ট্রিক শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে ।