মিরসরাই প্রতিনিধি: মিরসরাই ট্র্যাজেডির পিকআপ চালক মফিজুর রহমান মারা গেছেন। শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর ধরে রোগাক্রান্ত ছিলেন তিনি।
২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে শিক্ষার্থীরা একটি মিনি ট্রাকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার আবু তোরাব সড়কের পাশে ডোবার মধ্যে উল্টে যায়। এ ঘটনায় ৪৪ জন শিক্ষার্থী এবং একজন অভিভাবকসহ মোট ৪৫ জন নিহত হয়। ট্রাকটির চালক ছিলেন মফিজুর রহমান।
এ ঘটনায় দীর্ঘ পাঁচ বছর কারাভোগের পর ২০১৫ সালের ২৮ জুলাই তিনি মুক্তি পান। কারামুক্তির পর কিছুদিন সামাজিক কারণে আত্মগোপনে ছিলেন। সবশেষ ২০২১ সালের ১১ জুলাই তার সাথে কথা হয়। সেসময় তিনি জানিয়েছিলেন সেদিনের পর আর কখনো গাড়ির স্টিয়ারিং ধরেননি। রোগশোকে ভুগে প্রবাসে থাকা দুই ছেলের আয়েই ভর করে চলতেন তিনি।
তার স্বজন মোমিনুল হক জানান, তিনি আমার সম্পর্কে মামা হন। ১১ জুলাই দুর্ঘটনাকবলিত ওই গাড়িতে তার সন্তানতুল্য ভাতিজাও ছিলো। কেউ চায়না ইচ্ছে করে কাউকে মারতে। যেটা হয়েছে সেটা আল্লাহর ইশারায় হয়েছে। তিনিও আজ চলে গেলেন আল্লাহর জিম্মায়। তিনি স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে।