শাহরিয়ান আহমেদ শাকিল
স্বপ্নের অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে আজ থেকে শুরু হয়েছে নিউজিল্যান্ড সিরিজ। কিন্ত বাংলাদেশ যেন আগের সিরিজের মত ভয়ংকর রুপ ধারণ করেছে।
প্রথম ম্যাচ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্দান্ত নেয়ে নিউজিল্যান্ড, যথারিতী প্রথম ওভারেই উইকেটের দেখা পায় শেখ মেহেদী, তারপর আরো ভয়ানক হয়ে উটে বাংলাদেশোর বোলাররা, একের পর এক উইকেট পেতে থাকে। যার পরিপ্রেক্ষিতে ইতিহাসে প্রথম বার বাংলাদেশ ৪ ওভারে ৪ উইকেট পেয়েছে। আর রান ছিলো ০৯, অথাৎ ৯ রানে ৪ উইকেট পড়ে যায় প্রথম ৪ ওভারে।
শেষ পর্যন্ত তাদের ইনিংস ৬০ রানে আটকে যায়।
মুস্তাফিজুর রহমান ১৩ রান দিয়ে ৩ উইকেট পায়, এছাড়া ও সাকিব, নাছুম সাইফ,পেয়েছে ২ টি করে উইকেট। এবং প্রথম উইকেট টা তো শেখ মেহেদী নিয়ে নিছে। মিরপুরের পিচ খারাপ হলে ও বাংলাদেশের বোলার মোটেও খারাপ করে নি। অসাধারণ পারফরমেন্স ছিলো সবার।
৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট বিলিয়ে দেন নাইম এবং লিটন দাস।তার পর সাকিব এবং মুশফিক জয়ের দারপ্রান্তে নিয়ে যেতেই সাকিব ২৫ রান করে সাজঘরে ফিরে। শেষ পর্যন্ত মুশফিক ও মাহমুদউল্লাহ জয় নিয়ে মার্ঠ ছাড়ে। আর বাংলাদেশ দেখা পায় ৭ উইকেটের বিশাল জয়।
প্রথম ম্যাচে জয় লাভের জন্য রইলো বাংলাদেশের জন্য শুভেচ্ছা, এবং আগামী ম্যাচের জন্য রইলো শুভ কামনা।