নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিবিদ্ধ হয়ে আহত যুবলীগ নেতা দেলোয়ারের মৃত্যু
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার তৃতীয় ধাপে অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার সময় গত ২৮ নভেম্বর (রোববার) পুলিশের গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন (৪০) অবশেষে ঢাকা হেল্থ কেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের মুহাম্মদ ইব্রাহিম মিয়ার ছেলে। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।
সোমবার (২৯ নভেম্বর) রাতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা হেল্থ কেয়ার হাসপাতালে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (জাব্বা পাড়া) ভোট কেন্দ্রে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশের ছিটা গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেনসহ একই গ্রামের রানা (৪০), সাথিল (২৫) ও ছাব্বির (৩০) আহত হয়। গুরুতর আহত দেলোয়ার হোসেন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ২৯ নভেম্বর সোমবার ঢাকা হেল্থ কেয়ার হাসপাতালে মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া আসে। অন্যান্য আহতরা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।