কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী শফিকুল গণি লিমন ঢালী, তার প্রার্থীতা প্রত্যাহার করে, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে তার প্রতীক ছিলো মোবাইল ফোন।
নির্বাচনের মাত্র ৩দিন সামনে রেখে আজ মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুরে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উপস্থিতিতে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।
এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুর ২টার দিকে এক জরুরী সাংবাদিক সম্মেলন করেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যটি হুবহু- প্রিয় কিশোরগঞ্জ পৌরবাসী, আসসালামু আলাইকুম। আমি শফিকুল গণি লিমন ঢালী আসন্ন ১৬ জানুয়ারী, ২০২১ ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। প্রিয় পৌরবাসী, আপনারা জানেন আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করি। কিশোরগঞ্জ পৌরবাসীর অকুণ্ঠ সমর্থন ও ভালবাসায় কিশোরগঞ্জ পৌরবাসীকে সর্বোচ্চ নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছিলাম। আমি বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে দলীয় শৃঙ্খলা রক্ষার নিমিত্তে বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম, এমপি মহোদয়ের অনুরোধক্রমে আমি শফিকুল গণি লিমন ঢালী, আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও নৌকা প্রতীককে সমর্থন করলাম।
প্রিয় পৌরবাসী, আপনাদের অকুন্ঠ সমর্থন ও ভালবাসার প্রতিদান দেবার সাধ্য আমার নাই। জীবনের শেষ রক্তবিন্দ দিয়ে হলেও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
লিমন ঢালী আরও জানান, দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম। আমি এই নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবো।
উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমএ আফজাল, এবং বিজ্ঞ পিপি এ্যাডভোকেট শাহ আজিজুল হক সহ, দপ্তর সম্পাদক আহম্মেদ উল্লাহ প্রমুখ।