বরিশাল প্রতিনিধিঃ প্রায় এক সপ্তাহ ধরে অসহনীয় তাপপ্রবাহে পুড়ছে বরিশালবাসী।

আসি আসি করেও আসছে না কাঙ্ক্ষিত বৃষ্টি।

নগরবাসী বলছেন, এরকম একটানা অসহনীয় গরম আগে কখনো তারা অনুভব করেননি। অসহনীয় গরমে ঘরের মধ্যেও থাকা যাচ্ছে না। ঘর থেকে বের হওয়াও যাচ্ছে না।

এ অবস্থায় তীব্র গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বরিশালে চলছে একটানা দাবদাহ। এর মধ্যে গত ৬ দিন থেকে অসহনীয় দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঝে-মধ্যে আকাশে মেঘের আনাগোনা ও ঝড়োবাতাস বয়ে গেলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলছে না। ফলে একটানা প্রচণ্ড গরমে জনজীবন প্রায় থমকে পড়েছে।

এপ্রিল ও মে মাসে স্বাভাবিকভাবেই তাপপ্রবাহ বেশি থাকে। আবার এসব মাসে কালবৈশাখী ঝড়ও হয়। যে কারণে তাপমাত্রার একটা ভারসাম্য থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে এবার বরিশালে বৃষ্টি না হওয়ায় চরম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, চলতি সপ্তাহের পাঁচ দিনে বরিশালে তাপমাত্রা ৩৬ ডিগ্রির নিচে নামেনি।

এর মধ্যে বুধবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ৩৬.৬ ডিগ্রি, সোমবার ৩৭ ডিগ্রি, রোববার ৩৬.৮ ডিগ্রি এবং শনিবার ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত ২৫ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস