নেত্রকোণা প্রতিনিধি: নামজারি শতভাগ অটোমেশন ও ভূমি উন্নয়ন করে ব্যবস্থাপনা সফটওয়্যারে ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্নকরণের প্রতিবন্ধকতাসমুহ চিহ্নিতকরন এবং উত্তরনের উপায় নির্ধারণ শীর্ষক নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেত্রকোণা জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান । এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোঃ মোস্তফা কামাল। এছাড়াও আরোও বক্তব্য রাখেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাফ্ফর আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মো: রেজাউল কবীর, ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এস.এ.এম রফিকুন্নবীসহ আরো অনেকে। অনুষ্ঠানে নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলার ভূমি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।