নেত্রকোণা প্রতিনিধি: নানা আয়োজনে নেত্রকোণায় কৃষক হত্যা দিবস পালিত হয়েছে।
১৫ মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে
নেত্রকোণায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, ১৯৯৫ সালে বিএনপি-জামাত সরকার কৃষকদের ন্যায্যমূল্যে সার না দিয়ে তাদের হত্যা করেছিল।
এই ন্যক্কারজনক ঘটনা বাংলাদেশের কৃষক সমাজ কোন দিন ভুলতে পারবেনা।আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের কাছে সারকে অতি সহজলভ্য করেছেন। তাই আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষকদের ভাগ্যের উন্নয়ন হয়েছে।
ন্যায্যমূল্যে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে বিএনপি-জামাত জোট সরকারের পুলিশের গুলিতে নিহত কৃষকদের স্মরণে ও এসব কথা বলেন। নেত্রকোণা
জেলা কৃষক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক দিপক ধর গুপ্ত, জেলা আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান মানিক সহ জেলা আওয়ামীলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।
পরে প্রতিমন্ত্রী কৃষক হত্যা দিবস উপলক্ষে এক শোক রেলিতে অংশগ্রহণ করেন।
-ফয়সাল চৌধুরী
১৫-০৩-২০২১ সোমবার