নেত্রকোণা প্রতিনিধিঃ আজ ১৫ মার্চ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একযুগ পূর্তি। নানা আয়োজনে
কেক কেটে ও আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১৫ মার্চ সোমবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য শেষে যুগপূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল, মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান।
এর আগে প্রেসক্লাব সহ সভাপতি আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা কারাগারের জেলার ফারহানা খানম, শিক্ষাবিদ মতিন্দ্র সরকার, নেত্রকোনা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, নেত্রকোণা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, পৌর কাউন্সিলর মান্নান খান আরজু, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দীপক ধর গুপ্ত, প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম মুখলেছুর রহমান, সাংবাদিক এম ফখরুল হক, সাংবাদিক একেএম আব্দুল্লাহ, সাংবাদিক মীর মনিরুজ্জামান, সাংবাদিক সঞ্জয় সরকার, সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক হানিফ উল্লাহ আকাশ, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, শিক্ষক চিন্ময় তালুকদার, নাইম সুলতানা লিবন।
এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট নুরুজ্জামান নুরু, সাংবাদিক মাহফুজ স্বপন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সদর উপজেলার সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী সরকারসহ সকল প্রিন্ট ও উলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী এবং সকল শ্রেণি পেশার মানুষ।
এসময় নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো.আবদুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী ফুলের তোরা দিয়ে ও বিভিন্নজন প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিনের নেত্রকোণা জেলা প্রতিনিধি আলপনা বেগমকে।
ফয়সাল চৌধুরী
১৫-০৩-২০২১ সোমবার
