নেত্রকোণা প্রতিনিধি: #বোধ_সাহিত্য_আড্ডা_ও_গ্রন্থ_আলোচনায় এবারের গ্রন্থ কবি মহাবুব রুমনে’র “কাব্য টোকাইয়ের অভিষেক”

নেত্রকোণায় মাসিক সাহিত্য পত্রিকা ‘বোধ’ এর মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মে) নেত্রকোণা শহরের মোক্তারপাড়ায় বোধ পত্রিকা কার্যালয়ে এই আড্ডা অনুষ্ঠিত হয়৷
আলোচনা অনুষ্ঠানে ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী’র সভাপতিত্বে ও কবি খন্দকার অলিউল্লাহ্’র সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,বীর মুক্তিযুদ্ধা ছিদ্দিকুর রহমান, প্রফেসর বিধান মিত্র,কবি আনোয়ার হাসান,গবেষণা কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মোঃ হাফিজুর রহমান,গল্পকার পূরবী সম্মানিত,কবি এনামুল হক পলাশ,শিক্ষাবিদ হোলাম মুক্তাদির,শিক্ষাবিদ এস এম আরিফ মহিউদ্দিন খান, শিক্ষাবিদ আব্দুল বাছির,কবি এনাম আহমেদ,কবি সুমিত্র সুজন,কবি সিরাজুল ইসলাম সোহেল, কবি যুবরাজ শাহীন সবুজ,কবি মোঃ রাসেল,
কবি তানভীয়া আজিম,কবি শাবরিনা শারমিন নীলু,কবি জেরিন আক্তার প্রমুখ। তিন ঘণ্টাব্যাপী প্রাণবন্ত এই আড্ডায় উপস্থিত সকলেই কবি মহাবুব রুমনে’র কাব্যগ্রন্থ কাব্য টোকাইয়ের অভিষেক নিয়ে
পাঠমুগ্ধ ছিলো।
ফয়সাল চৌধুরী
২২-০৫-২০২১