নেত্রকোণা প্রতিনিধি: সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে নেত্রকোণার চল্লিশার বাগড়া-কুনিয়া-মেদনী ও রাজুর বাজার সংযোগ মহাসড়কে ৩৫ কোটি ৫৬ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে ৪টি ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করা হয়েছে । সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ৪টি ব্রিজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন৷ ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতি মন্ত্রী আশরাফ আলী খান খসরু৷ তিনি তাঁর বক্তব্যে বলেন ; মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী মর্তুজা হোসেন কামাল, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুল আলম হীরা, জেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম খান, আতাউর রহমান মানিক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।